পেট্রাপোল কাস্টমসের সফটওয়্যার বন্ধ, বাংলাদেশে আসার অপেক্ষায় ৯৩৭ ট্রাক

আগের সংবাদ

বাংলাদেশিদের পুনরায় ভিজিট ভিসা দিচ্ছে আরব আমিরাত

পরের সংবাদ

সাতক্ষীরার শ্যামনগরে তিন বখাটের কারাদণ্ড

প্রকাশিত: মে ৪, ২০২৫ , ৭:২৯ অপরাহ্ণ আপডেট: মে ৪, ২০২৫ , ৭:২৯ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীর সাথে অশোভন আচরণ করার অভিযোগে তিন বখাটেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাস ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার গোপালপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. রনী খাতুন এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত তিন বখাটে যুবক হলেন, উপজেলার চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন ও আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. রনী খাতুন জানান, কয়েকজন নারী এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে নিজ নিজ বাড়ী ফেরার পথে তিন বখাটে তাদের পথরোধ করে তাদের সাথে অশোভন আচরণ করে। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বখাটে মোস্তাফিজুর রহমানকে ২ মাস এবং রাকিব ও জোবায়েরকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়