মণিরামপুরে সংখ্যালঘু হওয়ায় মাছসহ ঘের দখলের অভিযোগ

আগের সংবাদ

আগামী ৫ দিন কেমন থাকবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

পরের সংবাদ

রেজিস্টার্ড পাঠাগারে মাসিক ভাতার দাবীতে যশোরে মানববন্ধন

প্রকাশিত: মে ৩, ২০২৫ , ১০:৩৪ অপরাহ্ণ আপডেট: মে ৩, ২০২৫ , ১০:৩৪ অপরাহ্ণ

শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ ও নারী নক্ষত্র সোসাইটির যৌথ আয়োজনে যশোরে বেসরকারী রেজিস্টার্ড পাঠাগারে মাসিক ৫ হাজার টাকা ভাতার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় শহরের রেল রোডে অবস্থিত ফাউন্ডেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষা ফাউন্ডেশন অফিসে আয়োজিত বিভাগীয় প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্ব করেন খুলনার ডার্ম পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. আব্দুর রাজ্জাক মোড়ল।

সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার হরিদাশ দেবনাথ, সুজনের জেলা সম্পাদক ডা. আহসান হাবিব, রাইজ গ্রন্থাগারের সম্পাদক নিলুফার ইয়াসমিন, সেভ সোসাইটির নিবাহী পরিচালক মনোয়ারা খাতুন, কন্দবপুর পাঠাগারের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান এবং সমাজসেবক ডা. নজরুল ইসলাম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা কর্মকর্তা ও গবেষক বিশ্বাস ওয়াহিদুজ্জামান।

বক্তাগণ বলেন, বর্তমানে ড. অধ্যাপক মুহাম্ম্দ ই্উনূস সরকার অনেক সংস্কারমূলক ও জনকাংখী কাজ করছেন। দেশের মাত্র ১ হাজার রেজিস্টার্ড বেসরকারী পাঠাগারের গ্রন্থাগারিকের নামে মাসে ৫ হাজার এবং অফিস সহায়কের নামে ৩ হাজার টাকা মাসিক ভাতা মঞ্জুর করা এ সরকারের নিকট জোর দাবি জানায় বক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়