জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দেওয়ায় সাংবাদিককে মারধর

আগের সংবাদ

গায়ে আগুন দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পরের সংবাদ

যশোরে হাঁস-মুরগী বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫ , ১০:১১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৩০, ২০২৫ , ১০:১২ অপরাহ্ণ

যশোরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে যুব প্রশিক্ষন কেন্দ্রে বুধবার নয়দিন ব্যাপি হাঁস- মুরগী বিষয়ক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, হাঁস-মুরগী পালন লাভজনক ব্যবসা। নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে ভাগ্যের পরিবর্তন হবে। এতে করে দেশের বেকারত্ব দুর করে উন্নয়ন করা সম্ভব হবে।

বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন, ডেপুটি কো অডিনেটর ড. আবদুল মাজেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিআরডিবির উপপরিচালক বিএম কামরুজ্জামান।

প্রশিক্ষণ কোর্সে ৩০ জন অংশ গ্রহণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়