১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের মন্ত্রী

আগের সংবাদ

চৌগাছা উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

পরের সংবাদ

নওয়াপাড়া খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫ , ৭:১০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫ , ৭:১১ অপরাহ্ণ

নওয়াপাড়া খাদ্য গুদামে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। গতকাল সোমবার (২৮ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের সূচনা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী বজলুর রহমান এবং ওসি এলএসডি রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হবে, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।

অনুষ্ঠান শেষে কৃষকদের নিকট থেকে ধান-চাল সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়