ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

আগের সংবাদ

জামালপুরে ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি

পরের সংবাদ

অভয়নগরে সিভিল সার্জনের অভিযানে দুই ক্লিনিক বন্ধ ঘোষণা

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ , ৭:৫৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫ , ৭:৫৭ অপরাহ্ণ

যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ২৭ এপ্রিল, রবিবার সকালে অভয়নগরের নওয়াপাড়া ক্লিনিক পাড়ায় বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। সরকারি বিধিমালা অনুযায়ী পরিচালিত না হওয়ায় ‘বিশ্বাস প্রাইভেট ক্লিনিক’ ও ‘আল-মদিনা ক্লিনিক’–কে তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়।

বিশ্বাস প্রাইভেট ক্লিনিকের সামনে বড় করে “বন্ধ” লেখা একটি নোটিশ বোর্ড টানানোরও নির্দেশ প্রদান করেন সিভিল সার্জন। একইসঙ্গে জানানো হয়, সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আল-মদিনা ক্লিনিক বন্ধ থাকবে।

এ অভিযানে আরও উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুল সাদিক রাসেল, এমওসিএস ডা. রেহেনেওয়াজ, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আলিমুর রাজীব, স্যানেটারি কর্মকর্তা আব্দুল মতিন এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়