৬ দাবিতে কাল সারাদেশে বিক্ষোভ করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

আগের সংবাদ

পথচারী ও রিকশাচালকদের জন্য ফ্রি তরমুজ ভোজ

পরের সংবাদ

সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, ঝিকরগাছায় প্রতিবাদ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ

দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান, কওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) শফিউল আজম রুমি। এ সময় সম্পাদক মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য দেন ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন, শার্শা প্রেসক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু, রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়