বার্সেলোনা ম্যাচের আগে রিয়ালের জোড়া দুঃসংবাদ

আগের সংবাদ

অনিয়মতান্ত্রিকভাবে জিসিবি কলেজকে পরীক্ষা কেন্দ্র করার পায়ঁতারার অভিযোগ

পরের সংবাদ

মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, বাবা আছেন পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বে

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫ , ৮:২৬ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৪, ২০২৫ , ৮:২৬ অপরাহ্ণ

যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার নীতিমালায় উল্লেখ আছে, বোর্ডের কর্মকর্তা বা কেন্দ্র সচিবের সন্তান পরীক্ষা দিলে তিনি পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন না। অথচ নিয়ম বহিভূত ভাবে এ দায়িত্ব পালন করছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক( মাধ্যমিক) আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক( মাধ্যমিক) আমিনুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত। তার পরীক্ষা কেন্দ্র নিউটাউন গালর্স স্কুল। কেন্দ্র নম্বর-৩০২। নিজ সন্তান পরীক্ষা দিলেও তিনি পরীক্ষক নিয়োগ, উত্তরপত্র বিতরণসহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ করছেন। কন্ট্রোল রুমের দায়িত্বও তিনি পালন করছেন। এতে করে শিক্ষক ও বোর্ডের অনেক কর্মকর্তা,কর্মচারীদের মাঝে মিশ্র প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুমাইয়া জান্নাতের পিতামাতার স্থলে আমিনুল ও তার স্ত্রীর নাম রয়েছে।

এ প্রসঙ্গে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক( মাধ্যমিক) আমিনুল ইসলাম বলেন, আমার ভাইরার মেয়ে পরীক্ষা দিচ্ছে। এ জন্য আমি পরীক্ষা সংক্রান্ত কোন দায়িত্ব পালন করছি না।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, আমার নির্দেশে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক( মাধ্যমিক) আমিনুল ইসলাম পরীক্ষা উত্তরপত্র বিতরণ ও পরীক্ষক নিয়োগ দিচ্ছেন। দায়িত্ব পালন করার ব্যাপারে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের নির্দেশনাও দিচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়