দুদকের অভিযানে নকলনবিশের হাতে মিলল ঘুষের টাকা

আগের সংবাদ

বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্রভাণ্ডার

পরের সংবাদ

কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫ , ৮:৪১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২০, ২০২৫ , ৮:৪১ অপরাহ্ণ

ঝিনাইদহের কোটচাঁদপুর-সাফদারপুর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

সাবদারপুর গ্রামের কলা ব্যবসায়ী বাবু মিয়া জানান, শনিবার রাতে ব্যবসায়ী গাফফারের কলা বিক্রি করে বাড়ি ফিরছিলেন গাড়িচালক বিপ্লব। পথিমধ্যে ডাকাতরা খেজুরগাছ কেটে রাস্তায় ফেলে তাকে ধরে কলা বিক্রির ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতির কবলে পড়া গাড়িচালক বিপ্লব জানান, সাবদালপুর থেকে একটি মাইক্রোবাস ও আলমসাধু ঘটনাস্থলে এসে তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয় ডাকাতরা। তাদের সেখানে আধা ঘণ্টা আটকে রেখে স্থান ত্যাগ করে তারা।

ওই এলাকার কলা বাগান মালিক আলামিন ও জালাল উদ্দীন বলেন, ‘রাতে আমাদের কয়েকজনের বাগান থেকে শতাধিক কলার কাঁদি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘খেজুরগাছ কেটে রাস্তায় ফেলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ছিলাম।

তবে বিষয়টি নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়