যশোর শিক্ষাবোর্ড, সরকারি এম এম কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্ত উৎসব, মিষ্টিমুখ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।
যশোর শিক্ষাবোর্ডে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচিব প্রফেসর মাহবুবুর ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, শ্রমিকদলের সভাপতি মোমিন উদ্দিন।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান।

যশোর সরকারি এম এম কলেজে শোভাযাত্রায় অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের নেতৃত্বে অংশ নেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আক্তার হোসেন, অনুষ্ঠানের আহবায়ক আতিয়ার রহমান প্রমুখ। শোভাযাত্রা শেষে শিক্ষক মিলনাতনে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
যশোর সরকারি মহিলা কলেজে শোভাযাত্রায় অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন ফারুকের নেতৃত্বে অংশ নেন শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম, অনুষ্ঠানের আহবায়ক টিপু সুলতান প্রমুখ।
শিক্ষাবোর্ড মডেল স্কুল অন্ড কলেজে বৈশাখী আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান। প্রভাষক কল্যাণ সরকারের সভাপতিত্বে বক্তব্য প্রভাষক সাইফুদ্দিন।
একে বিশ্বাস ড্রিম স্কুল অন্ড কলেজে সাংস্কৃতিক ও পান্তা উৎসবে প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক উৎপল কুমার বিশ্বাস, রুমা খাতুন ও রেবেকা সুলতানা। থিয়েটার ক্যানভাসের পরিচালনায় এখানে বুড়ো শালিকের ঘাড়ে বৌ নাটক পরিবেশিত হয়।
যশোর পুলিশ লাইন স্কুলে বৈশাখী উৎসবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূরে আলম সিদ্দিকী। পরিচালক আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ নন্দী।

বাহাদুরপুর হাইস্কুল বৈশাখী উৎসবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আমিনুর রহমান মধু, প্রধান শিক্ষক একেএম শরিফুল আনাম, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, সামাজিক ব্যক্তিত্ব আলাউদ্দিন প্রমুখ। এখানে শিক্ষার্থীদের আয়োজনে বৈশালী স্টল দেয়া হয় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।