মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আর নেই

আগের সংবাদ

মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক খাদে, ড্রাইভার-হেলপার নিহত

পরের সংবাদ

বজ্রসহ বৃষ্টির আভাস:

মেঘলা থাকতে পারে যশোরসহ কয়েকটি অঞ্চলের আকাশ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৫, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ

যশোরসহ কয়েকটি অঞ্চলে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা আগের তুলনায় সামান্য কমতে পারে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর এসময়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় আদ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ। আর গতকাল সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, সোমবার (১৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়, আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়