ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবিতে) চাকুরি দেয়ার কথা বলে কোটি টাকা হাতাবার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। আর তাদের সহযোগীতা করেছে বিশেষ বাহিনীর সাবেক এক কর্মকর্তা। এ ঘটনায় যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে উপজেলার দলেননগর গ্রামের আব্দুল আজিজ ও তার ছেলে জাহিদুল হাসান তাবে বিজিবিতে চাকুরি দেয়ার কথা বলে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে দেয়। কিন্তু বছরের পর বছর পার হলেও তার চাকুরির ব্যবস্থা না করে বিভিন্ন তাহলাবাহা করতে থাকে। এ সময় তিনি বিবাদীদের টাকার জন্য চাপ দিতে থাকলে তাকে ওই টাকার বিনিময়ে বিদেশ পাঠিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি চক্রটি। সর্বশেষ ২০২২ সালে তাকে স্ট্যাম্প করে দিয়েছে টাকা পরিশোধ করবে মর্মে। কিন্তু টাকা চাইতে গেলেই তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বিবাদী। ২০২৫ সালের ৩ মার্চ বিকাল সাড়ে ৩ টার সময় তিনি টাকা চাইতে আবারও বিবাদীদের বাড়িতে গেলে তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তার মতো এই বাবা ও ছেলে গ্রামের কমপক্ষে ২০ জনের কাছ থেকে চাকুরি দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমান জাহিদুল হাসান পলাতক রয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।