সেঞ্চুরিতে গুলশানকে জেতালেন ছোট তামিম, নাসিরদের জয়

আগের সংবাদ

ইলিশের দাম ঠিক না থাকলে জনগণ আমাকে ক্ষমা করবে না: উপদেষ্টা ফরিদা

পরের সংবাদ

ঈদগাহে পদ না দেওয়ায় নিজ দলীয়নেতাকর্মীদের হাতে বিএনপি নেতা আহত

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১২, ২০২৫ , ৭:১৯ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি ঈদগাহ ময়দান কমিটি গঠন করাকে কেন্দ্র করে নিজ দলীয় নেতাকর্মীদের হাতে শহিদুল ইসলাম এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক। পরে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল শুক্রবার রাতে ওয়ার্ড সভাপতি ও অন্যান্য নেতাদের সামনেই পরিকল্পিত ভাবে সাইফুল তার বাহিনী নিয়ে হামলা চালাই এই বিএনপি নেতার উপর।

আহত শহিদুল ইসলাম জানান, সম্প্রতি মটবাড়ি ঈদগাহ ময়দান কমিটি গঠনে তিনি সভাপতি হয়েছেন। ভোটের দিন তার পক্ষের ভোটারদের মরপিট করে স্থানীয় বিএনপি নেতা সাইফুল মাস্টার পক্ষের লোকজন। শুক্রবার রাত ৮ টার দিকে শহিদুল তার ভোটারদের মারার কারন জানতে সাইফুল মাস্টারের কাছে যান। এ সময় সাইফুল মাস্টারের নেতৃত্বে শিমুল, আলমগীর, রনিসহ আরও ৭/৮ তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানায়, এ বিষয়ে আজ শনিবার কোতয়ালী থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, সে শিক্ষকতা পেশার আড়ালে গ্রামে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে এলাকায় এমন অপকর্ম চালাচ্ছে তার বাহিনী নিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়