প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫ , ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৯, ২০২৫ , ৭:৫৬ অপরাহ্ণ
ছবি: রূপান্তর প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এছাড়াও মাদকদ্রব্য অধিদপ্তর খুলনার অভিযানে আরো এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের নামে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে, মামলা নং-১৫ ও ১৬।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কপিলমুনি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে হরিঢালী ইউনয়নের নগরশ্রীরামপুর রিভার ক্যাফের সামনে থেকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নোয়াকাটি গ্রামের আজিজুল খানের ছেলে মোঃ ইমরান খান (২১) ও সিলেমানপুর গ্রামের রবিউল সরদারের ছেলে রায়হান সদ্দারকে আটক করে। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে,মামলা নং-১৫।
অপরদিকে মঙ্গলবার বেলা ২টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তর খুলনার অভিযানে উপজেলার চাঁদখালীর গরুর হাট সংলগ্ন থেকে আজু সরদারের স্ত্রী রেহানা খাতুনকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১৬।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে এবং আগামীকাল বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।