প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫ , ৯:৫৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৭, ২০২৫ , ৯:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামি রামপাল শাখার আয়োজনে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে খুলনা_মোংলা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল এক মিছিল বের হয। ছবি: রূপান্তর প্রতিদিন
বাগেরহাটের রামপালে ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বর হামলা, নির্যাতন ও বিনা অপরাধে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হত্যার প্রতিবাদ ও ইসরায়েলি সব ধরণের পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামি রামপাল শাখার আয়োজনে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে খুলনা_মোংলা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল এক মিছিল বের হয়ে রোনশোন মোড়ে এসে পূণরায় বাসস্ট্যান্ডে ফিরে এক প্রতিবাদ সমাবেশ করে ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা কামী মানুষ পতাকা হাতে ও মাথায় বেঁধে এসে মিলিত হয় । নেতানিয়াহুর দুই গালে , জুতা মারো তালে তালে ,আমরা সবাই নবীর সেনা ভয় করিনা বুলেট বোমা,ইহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় মিছিলটি প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আল আকসা আমাদের দ্বিতীয় কেবলা। এই আল আকসা বিশ্ব নবীর হিজরতের স্মৃতি বিজড়িত স্থান। একে যে আঘাত করতে আসবে, তার প্রতিবাদ করা প্রতিটা মুসলিমের ইমানী দায়িত্ব আমাদের মুসলিম ভাইদের মারা হচ্ছে , ছোট্ট ছোট্ট শিশুদের মারা হচ্ছে, আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারিনা ।
আমাদের যার যার সাধ্যমত এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না হলে কাল কিয়ামতের দিনে আমরা কি জবাব দিবো? আমাদের মুসলমান ভাইদের হত্যা করা হয়েছে আর আমরা চুপ করে ছিলাম
এটা কখনোই ভালো হবেনা তাই আমাদের প্রথম পদক্ষেপ হবে ইসরাইলকে মন থেকে ঘৃণা করা এবং দ্বিতীয়ত যত ইসরায়েলি পণ্য আছে সব বর্জন করা ।
কারণ একটা দেশের অর্থনীতির বড় অংশ আসে তার রপ্তানি পণ্য থেকে আর এই ইসরায়েলি পণ্য আমরা কিনতেছি যে অর্থ দিয়ে গোলাবারুদ কিনে মুসলিম জাতির উপর মামলা করছে
তাই আমরা আজ থেকে ইসরায়েলি সব পন্য বর্জন করবো ফিলিস্তিন এর বিজয় একদিন হবেই ইনশাআল্লাহ।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।