বেনাপোলে সাংস্কৃতিক কর্মীদের অভিযোগে স্থাগিত হলো  প্রভাতী সংঘের নতুন কমিটি

আগের সংবাদ

দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

পরের সংবাদ

বন্ধুকে বাড়ি ডেকে মাদক দিয়ে আপ্যায়ন, ট্রাক চালকের সাজা

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫ , ৮:২৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২৫ , ৮:২৬ অপরাহ্ণ

মণিরামপুরে বন্ধুকে বাড়ি ডেকে ইয়াবা ও গাঁজা দিয়ে আপ্যায়ন করার সময় সেলিম হোসেন নামে এক যুবক (২৮) আটক হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সদস্যরা তাঁকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) নেয়াজ মাখদুম তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন।

সেলিম হোসেন মণিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামের আবুল কালামের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিদর্শক আবুল কাশেম বলেন, মঙ্গলবার নিজ বাড়িতে ইয়াবা সেবন করছিল সেলিম। আমরা তিনটি ইয়াবাসহ তাঁকে হাতেনাতে ধরেছি। এসময় ঘরে অন্য কাউকে পাওয়া যায়নি।

উপপরিদর্শক আবুল কাশেম আরও বলেন, সেলিম আগে ট্রাক চালাত। এখন মাদক সেবনের পাশাপাশি মাঝেমধ্যে সে মাদক বিক্রি করে। এরআগেও দুইবার সেলিমকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

দণ্ডপ্রাপ্ত সেলিম বলেন, আগে মাদক সেবন করতাম। এখন ছেড়ে দিয়েছি। মঙ্গলবার মনিরামপুর হাসপাতাল এলাকার সাকিব নামে এক বন্ধু আমার বাড়িতে আসে। এরপর আমি তাঁকে গাঁজা ও ইয়াবা দিয়ে আপ্যায়ন করি।

সেলিম বলেন, বন্ধুর মাদক সেবনের সময় আমি পাশে বসে ছিলাম। হঠাৎ বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লোক দেখে বন্ধু পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) নেয়াজ মাখদুম বলেন, আমি সরেজমিন ঘটনাস্থলে গিয়েছি। সেলিম স্বীকার করেছে তাঁরা দুইজনে বসে মাদক সেবন করছিল। অভিযানের সময় একজন পালিয়ে গেছে।

এসিল্যাণ্ড আরও বলেন, সেলিমের কাছে ইয়াবা পাওয়া গেছে। তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়