চট্টগ্রাম চান্দগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার রহস্যময় মৃত্যু

আগের সংবাদ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছায়ে দিতে হবে- ইঞ্জিনিয়ার রবিউল

পরের সংবাদ

যশোরে বিএনপির ৩ নেতা বহিস্কার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ , ৯:৫৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৫ , ৯:৫৫ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার ও একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে অন্য একজনকে। রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং দলের নেতাকর্মীদের তাদের সাথে কোন সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীর সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হলো। এই সময়ের মধ্যে তিনি সংশোধন হয়েছেন বলে প্রমাণিত হলে, তিনি স্বপদ ফিরে পাবেন। নতুবা চূড়ান্তভাবে বহিষ্কৃত হবেন।

এছাড়াও কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলামকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এই ধরনের অভিযোগ আসলে দল সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এই নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। দলটির একটি অংশের অভিযোগ, এই নেতারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ায় দল এমন সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়