শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আগের সংবাদ

ঝিকরগাছার বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরের সংবাদ

কেশবপুরে বিদ্যালয়ের নৈশ প্রহরীর বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ , ৯:০৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৫ , ৯:০৯ অপরাহ্ণ

কেশবপুরের হাবাসপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রিপন হোসেনের বিরুদ্ধে একটি বাইসাইকেল চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ১৮ মার্চ পৌর এলাকার ভোগতী নরেন্দ্রপুর (নমুনা ডাঙ্গা) গ্রামের আকবর আলির ছেলে আক্তার হোসেন ভোগতী নরেন্দ্রপুর মাঠপাড়া জামে মসজিদের পিছনে নির্ধারিত স্থানে বাইসাইকেল রেখে ইফতারী করতে ওই মসজিদের ভেতরে যান। ইফতারীর পর মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখেন নির্ধারিত স্থানে তার বাইসাইকেল নেই। পরে মসজিদের অন্য মুসাল্লিদের মধ্যমে তিনি জানতে পারেন

হাবাসপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রিপন হোসেন বাইসাইকেলটি চুরির করে নিয়ে গেছে। বিষয়টি মসজিদের মুসল্লী ইসমাইল গুলদার ও আব্দুস সামাদসহ আরও অনেকই দেখেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভূক্তভোগী আক্তার হোসেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মসজিদের যুব কমিটির সভাপতি হাফিজুর রহমান জানান, বাইসাইকেলটি চুরি হওয়ার ২/৩ দিন আগে দিনের বেলায় ওই মসজিদের ব্যাটারি চুরি হয়। এছাড়া মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা নিয়ে যায়। মসজিদ কমিটি ও মুসাল্লীদের অভিযোগ এসব চুরির ঘটনার সাথে নৈশপ্রহরী রিপন হোসেন জড়িত।

এ বিষয়ে হাবাসপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্ত্তিক বলেন, আমি শুনেছি কিন্তু রিপনের কাছে জানার সুযোগ হয়নি।

বিদ্যালয়ের সভাপতি ইলাই বক্স বলেন, রিপনের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে। আমরা সালিশি বৈঠকে তা নিরসন করেছি। এ বিষয়ে অভিযুক্ত রিপনের কাছে জানতে চাইলে সে বিষয়টি অস্বীকার করছে।

এ বিষয়ে নৈশ প্রহরী রিপন হোসেনের মোবাইল ফোনে একাধিক বার কল করলে ফোনে রিসিভ না তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসারের এর ফোনে একাধিক কল করা হলেই রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়