যশোর সিভিল এভিয়েশন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি

আগের সংবাদ

যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণচেষ্টার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত আটক

পরের সংবাদ

যশোর সিটি কলেজ শিবির শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৭, ২০২৫ , ৯:১১ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর সরকারি সিটি কলেজ শাখার উদ্যোগে সাধারণ ছাত্রদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহীম শামীম।

আরও উপস্থিত ছিলেন, শহর শাখার সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, সাহিত্য সম্পাদক তৌহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সিটি কলেজ শাখার সভাপতি আরাফাত ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ ইব্রাহীম শামীম মাহে রমজানের পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং চলমান নারী নির্যাতন বন্ধে ইসলামে নারীর অধিকার প্রসঙ্গে আলোচনা করেন। তিনি সাধারণ ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান এবং এ লক্ষ্যে ছাত্রশিবিরের সাথে থাকার জন্য উপস্থিত ছাত্রদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সাধারণ ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়