ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে
সমাবেশে চৌগাছা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখার সভাপতি -মাওলানা আনিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দিন, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ইউসুফ আমির পরাগ, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি শিহাব উদ্দিন, নারায়নপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শুকুর আলী প্রমুখ।
সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ, সেক্রেটারি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি জুবায়ের আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সমাবেশ ও মিছিলে বক্তারা দেশব্যাপী সংঘটিত সকল ধর্ষণের দ্রুত বিচার দাবি করেন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।