ইবিতে অদক্ষ চালক দিয়ে চলছে ভাড়া করা বাস

আগের সংবাদ

99% шансов на победу – попробуй Plinko с RTP 99% от BGaming и получи возможность увеличить банкролл в 1000 раз с настраиваемым уровнем риска и линиями выплат, где каждый бросок приближает к крупному выигрышу.

পরের সংবাদ

যশোরে গাছ সুরক্ষায় ‘পেরেক অপসারণ’ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ , ১০:২০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ , ১০:২০ অপরাহ্ণ

যশোরে সামাজিক বন বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী গাছ সুরক্ষা ‘পেরেক অপসারণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শহরের বিভিন্ন সড়কের গাছ থেকে পেরেক অপসারণ করা এবং গাছের স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষা করা।

কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বুধবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, এবং যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।

অমিতা মন্ডল গণমাধ্যম কর্মীদের জানান, এক মাস ব্যাপী এই কর্মসূচি চলবে এবং যশোরের বিভিন্ন সড়ক ও এলাকার গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। তিনি এই মহতী উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিষয়টি জনসচেতনতামূলক প্রচারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়