À la pointe du divertissement numérique, avec le casino crypto betify, qui vous offre un catalogue de milliers de jeux et de paris sportifs, un programme VIP généreux et des transactions en cryptomonnaies sécurisées

আগের সংবাদ

ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পাঁচ বাস আটকে দিল শিক্ষার্থীরা

পরের সংবাদ

মাদক সিন্ডিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সম্পাদক ও সাংবাদিকের নামে মিথ্যা মামলা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫ , ১০:০৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫ , ১০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরতলীর বিরামপুর কালিতলা এলাকার কুখ্যত মাদক ব্যবসায়ী সিন্ডিকেট হোতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় যশোর থেকে প্রকাশিত রূপান্তর প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশকসহ একজন সাংবাদিকের নামে যশোর আদালতে হয়রানি মুলক মিথ্যা মামলা করা করেছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে কোতয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। মামলার আসামি করা হয়েছে, রূপান্তর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং রিপোর্টার এমএইচ উজ্জল।

গত ৮ জানুয়ারি রূপান্তর প্রতিদিন পত্রিকায় ‘ধংসের পথে যশোর স্থানীয় যুব সমাজ, মাদক ভাসছে শহরতলীর উপশহর ও বিরামপুর’ শিরোনামে একটি বস্তুনিষ্ট তথ্যনির্ভর একটি সংবাদ প্রকাশ করে। যাতে করে প্রশাসন শহরতলীর উপশহর ও বিরামপুর এলাকায় কয়েক দফা অভিযান পরিচালনা করে সংবাদে প্রকাশিত মাদক ব্যবসায়ী কয়েকজনকে ইতিমধ্যে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয়রে থেকে জানা যায়, কুখ্যত মাদক ব্যবসায়ী সিন্ডিেেকট হোতা আবুল কালাম আজাদ তার সিন্ডিকেটের সদস্য পুলিশের হাতে ধরা পড়ায় ক্ষিপ্ত হয়ে গত ১২ জানুয়ারি মিথ্যা তথ্য সাজিয়ে এবং নিজের আটক এড়াতে আদালতে মিথ্যা হয়রানি মুলক মামলা করেছে।

তাদের ভাষ্য, রূপান্তর প্রতিদিনে এ রিপোর্ট প্রকাশের পর একাধিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ীদের ধরতে হানা দিয়েছেন। স্থানীয়রা পুলিশি অভিযানকে সাধুবাদ জানিয়ে এমন অভিযান অব্যহত থাকার জন্য অনুরোধ করেছেন।

এ বিষয়ে রূপান্তর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং রিপোর্টার বলেন, যে আমাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছে ব্যক্তিগত বা সরাসরি কিংবা কোন ভাবে আমাদের চেনা না। সোর্সসহ স্থানীয়দের মাধ্যমে বস্তুনিষ্ঠ নির্ভরযোগ্য তথ্য পেয়েই সংবাদটি প্রকাশ করা হয়। এবং ইতিমধ্যে যা আরো কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

বরং সংবাদ প্রকাশের পর একাধিক ব্যাক্তির মাধ্যমে পরবর্তীতে যেন আর নিউজ না হয় তার চেষ্টা করা হয়েছে। তাতে ব্যর্থ হয়ে তার মাদক ব্যবসায় ভাটা পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মিথ্যা এবং হয়রানি মূলক মামলা করেছে বলে আমরা মনে করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়