আশাশুনিতে ইটভাটা ও সড়কে অবৈধ দখল রোধে মোবাইল কোর্ট

আগের সংবাদ

যশোর সদর উপজেলায় বাড়ি বাড়ি তদন্ত ছাড়াই সাবমার্সেবলের তালিকা প্রণয়ন

পরের সংবাদ

বুধহাটায় সড়ক দুর্ঘটনা কবলিত ইঞ্জিন ভ্যান

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪ , ৭:১১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৪ , ৭:১২ অপরাহ্ণ

আশাশুনি উপজেলার বুধহাটায় দ্রুতগামী বাসকে ক্রসিং করতে গিয়ে ফ্রিজ বহনকারী ইঞ্জিন ভ্যান খাদে পড়েছে। সোমবার দুপুর ২.৪৫ টার দিকে এ ঘটনা ঘটে।

শ্যামরগর উপজেলার নূরনগর বাজারের ইলেক্ট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান মুনস্টার ইলেক্ট্রনিক্স। এর ৬টি ফ্রিজ নিয়ে শহীদ নামের এক ইঞ্জিন ভ্যানচালক সাতক্ষীরা থেকে শ্যামনগর যাচ্ছিল।

বুধহাটা বাজার পার হয়ে শ্বেতপুর মোড়ের কাছে গেলে সামনের দিক থেকে আসা দ্রুত গতির মিনি বাসকে (নড়াইল-ব-১১- ০০০৩) ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পাশের খাদে গিয়ে পড়ে। ফলে ফ্রিজ ও ভ্যানের ক্ষয়ক্ষতি হয়েছে। ভ্যান চালক আহত হন। বাস দ্রুত চলে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়