গতকাল ৬ ডিসেম্বর ছিল যশোর মুক্ত দিবস। নানা আয়োজনে যশোরে দিবটি পালন করা হয়। এই দিনে ৫৩ বছর আগে ১৯৭১ সালে বাংলাদেশে সর্বপ্রথম এ জেলায় উঠেছিল স্বাধীন পতাকা।
‘যশোর কমিউনিটি’ নামে একটি সংগঠন ইউনুস হাসান লিমনের সভাপতিত্ব ইউকে কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সম্পাদক এস এম ওয়াহিদ সিদ্দিকী জনির সঞ্চলনা এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ব্যারিস্টার আবু রেজা তুহিন, ব্যারিস্টার আব্দুল লতিফ, মো. এস কে আবু সাজ্জাদ, মো. শামীম খান, মো. শরিফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ মো. আদনান আহমেদ, মো. মহিমিনুল ইসলাম হাসিব, মো. মাহমুদ হাসান ও মো. রাশিদুল আলম রসিসহ আরও অনেকে।
আলোচনায় সংগঠনের কাঠামোর পুনঃমূল্যায়ন, পরবর্তী কার্যাবলী এবং যশোর জেলা কেন্দ্রীক অসহায় ও দরিদ্র ছাত্র/ছাত্রীদের লেখাপড়া ও আর্থিক সহায়তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।