যশোরে ১২ বছরের শিশু নিখোঁজ; পরিবারের উদ্বেগ

আগের সংবাদ

RTP 99% и почти гарантированный возврат – испытайте удачу в Plinko demo для Узбекистана и получите шанс сорвать куш до x1000 с почти 99% вероятностью выигрыша, используя простые правила и гибкий выбор риска

পরের সংবাদ

রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪ , ৯:১৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৬, ২০২৪ , ৯:১৭ অপরাহ্ণ

বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

গত ৩ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে শামীমকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। সভাশেষে কলেজের জমি পর্যবেক্ষন করেন শামীমুর রহমান এবং কলেজের সকল শিক্ষকবৃন্দ।

জমি পর্যবেক্ষন শেষে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৭ বছর আওয়ামী লীগের লোকজন কলেজের দোকান ভাড়া না দিয়ে দখল করে ভোগ করছে। এছাড়া অন্যায়ভাবে আওয়ামী লীগের লোকজন কলেজের জমি দখল করে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছে। এখন আর আওয়ামী লীগ নেই। অতএব, জোর করে সরকারি সম্পদ ভোগ করা যাবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমাদের কলেজের সম্পত্তি উদ্ধার করবো।

তিনি আরো বলেন, অতীতের সব গ্লানি মুছে ফেলে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরবন মহিলা কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা কলেজের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা চালাব। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আশাকরি অল্প সময়েই সুন্দরবন মহিলা কলেজ বাগেরহাটের মধ্যে একটি মডেল কলেজে পরিনত হবে।

এসময় তার সাথে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়