বেনাপোল বন্দরে চাঁদাবাজদের সতর্ক করলো বিএনপি নেতা আবু তাহের ভারত

আগের সংবাদ

চট্টগ্রাম কর্ণফুলীতে চলন্ত বাসে নারীকে ধর্ষণ

পরের সংবাদ

কপিলমুনি কলেজ ও ফাজিল মাদ্রাসায় জামায়াতের মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৭:২১ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৭:২১ অপরাহ্ণ

পাইকগাছা উপজেলার কপিলমুনির ঐতিহ্যবাহী জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসা ও কপিলমুনি ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে জামায়াত ইসলামির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার সভা কক্ষে ও কলেজ মিলনায়তনে আয়োজিত উভয় সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আলহাজ্ব আবুল কালাম আজাদ।

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠানে অবকাঠামো ও ছাত্রদের নৈতিক শিক্ষা এবং শিক্ষকদের দায়িত্বপূর্ণ ভূমিকা একান্ত প্রয়োজন।

তিনি আরো বলেন, সকল সহযোগিতা ও বিপদ আপদে জামায়াত ইসলামকে সবসময় পাশে পাওয়া যাবে। এছাড়াও সকল দলমত জাতি বিভাজন ছেড়ে এক হয়ে এদেশ কে গড়ার প্রত্যয় জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের সহ সেক্রেটারী জিএম বুলবুল আহম্মেদ, মো. রবিউল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন জয়েন্ট-সেক্রেটারি ওমর আলী, হরিঢালী ইউনিয়নের আমির মাওলানা হোসাইন আহমেদ, আসলাম বিশ্বাস, জাকির হোসেন, মাইনুল ইসলাম, জামাত আলি, জামাল হোসেন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়