ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে 'ছাত্র জনতার' লং মার্চ

আগের সংবাদ

ফের গাজী টায়ার কারখানায় আবারও লুটপাট ও অগ্নিসংযোগ

পরের সংবাদ

কেশবপুরে শহীদ তৌহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪ , ৮:৪৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৪ , ৮:৪৬ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে থানা বিএনপি কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি উপজেলার ভালুকঘর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ছিলেন।

থানা, পৌর ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন, থানা ছাত্রদল নেতা অহিদুর রহমান অন্তু, মাসুদ রানা, মাসুম বিল্লাহ, আরিফুজ্জামান রনি, পৌর ছাত্রদল নেতা মেহেদী হাসান সুমন, ইকরামুল, সজীব হোসেন, শরিফুল ইসলাম, মুরাদ হোসেন, কলেজ ছাত্রদল নেতা কামরুজ্জামান, মামুন হোসেন প্রমুখ।

এ সময় থানা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিল্লাল হোসেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়