ফিজিওথেরাপি পেশাকে নিয়ে কটুক্তি,যবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিবাদ

আগের সংবাদ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ

পরের সংবাদ

পাইকগাছায় সাবেক এমপির বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রানের চাউল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ , ৬:৩০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৮, ২০২৪ , ৬:৩০ অপরাহ্ণ

পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তায় ১০ কেজি করে চাউল ও তৈল, ডাউল চিনি, লবন সহ অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম।

গতকাল বিকালে সংসদ সদস্য’র আগড়ঘাটা অফিস কাম নিজ বাড়ি থেকে উক্ত ত্রাণের মাল উদ্ধার করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান, পাইকগাছা কৃষি অফিসার ও কৃষিবিদ অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান সহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম বলেন, আমরা সাবেক সংসদ সদস্য’র বাড়ি থেকে ২৩০ টা বস্তায় ত্রানের ১০ চাউল সহ অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময়ে তৈল, চিনি, লবন সহ কয়েক প্রকার ত্রান সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ত্রান শাখায় জমা রাখা হয়েছে।

এদিকে এলাকাবাসি বলছে ত্রান সামগ্রী দেওয়ার সময় হয়তো পাননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়