কোটচাঁদপুরে বাওড় থেকে মাছ লুটের অভিযোগ

আগের সংবাদ

কাপ্তাই বাঁধ খুলে দেয়ার সময় জানালো কর্তৃপক্ষ

পরের সংবাদ

কালীগঞ্জে বিএনপি’র অফিস ভাংচুর অগ্নিসংযোগ ঘটনায় মামলা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪ , ১০:২৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৩, ২০২৪ , ১০:২৮ অপরাহ্ণ

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, সাবেক এমপির পিএস, উপজেলার অধিকাংশ ইউপির চেয়ারম্যানসহ ৯৪ জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪’শ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন কালীগঞ্জ শহরের থানা পাড়ার বাসিন্দা মোঃ শাহজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম নামে বিএনপির এক নেতা। শুক্রবার রাতে কালীগঞ্জ থানাতে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং- ৮। তাং -২৩/০৮/২৪।

বাদীর দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগষ্ট বিকালে এজাহার নামীয় সহ অজ্ঞাত আসামীরা পেট্রোল বোমা, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠিসোঠা সহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের থানা রোডে কালীগঞ্জ উপজেলা বিএনপির অফিসে হামলা চালায়। সন্ত্রাসীরা অফিসের মধ্যে মুহুমুহ বোমা ও ককটেল নিক্ষেপ ছাড়াও পেট্রোল দিয়ে অফিসের আসবাবপত্র জ্বালিয়ে দেয়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বাদী নিজে সহ আরো কয়েকজন গুরুতর জখম হয়। আসামীদের দেওয়া আগুনে বিএনপির অফিসের ২’শ টি চেয়ার ও দরজা, জানালা সহ মোট ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায় ।

উল্লেখ্য, এ ঘটনার প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর থানাতে এসে বাদী ওই এজাহারটি দাখিল করে। তার দায়েরকৃতা মামলায় অভিুযুক্ত আসামীদের মধ্যে উল্লেখযোগ্য, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম, সাবেক মেয়র ও জেলা আওয়ালীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক গোলাম রসুল, আওয়ামীলীগের সাবেক এমপি আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ওহিদুজ্জামান ওদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রাশেদ শমসের, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান. মেম্বর, একাধিক পৌর কাউন্সিরর সহ ৯৪ জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি’র পক্ষ থেকে জাহিদুল ইসলাম নামপ এক ব্যক্তির দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়