পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক

আগের সংবাদ

বন্যায় পানিবন্দি ৪ লাখ ৪০ হাজার ৮৪০ পরিবার, দুজনের মৃত্যু

পরের সংবাদ

পাইকগাছায় সাবেক ছাত্রদল নেতার লুটপাট চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪ , ৮:৫০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২২, ২০২৪ , ৮:৫০ অপরাহ্ণ

পাইকগাছার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক নাজমুল হুদা মিন্টু’র অব্যহত চাঁদাবাজি, লুটপাট, দখল ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার চাঁদখালী বাজার ও আশপাসের ব্যবসায়ী ও ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত সত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এসময়ে বক্তারা বলেন চাঁদখালী বাজার সংলগ্ন কালিদাশপুর গ্রামের  মৃত জয়নাল আবেদিন (আবে) এর ছেলে নাজমুল হুদা মিন্টু আগে ছাত্রদল করলেও আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের সাথে লেয়াজো করে বিএনপি নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানী করেছে। সর্বশেষ গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর মিন্টু ভোল পাল্টে চাঁদখালী বাজারের বিভিন্ন দোকান ও বাড়ি ভাংচুর করে লুটপাট করে, বিভিন্ন ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজী করছে। বাজারের সোনার দোকান, বিভিন্ন ইট ভাটা, ঘের লুট করে রাতারাতি বিপুল টাকার মালিক বনে গেছেন।

এছাড়া সাবেক সেনা সদস্য রজব আলী মোল্লার দোকান ছাড়ার হুমকি দিয়েছেন বলে তার কন্য রিলি পারভিন বক্তব্যে উল্লেখ করেন। পাশাপাশি গত রাতে ইউনিয়ন বিএনপির অফিস থেকে ডেকে নিয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইউনুচ মোল্লাকে মারপিট করেন। মিন্টুর এহেন কর্মকাণ্ডে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তরা।

এসময় বক্তব্য রাখেন, ইউনুচ মোল্লা, জুয়েলফিকার আলী ভুট্টো, সাবেক মেম্বার হাবিবুর রহমান, আব্দুস সালাম খান সহ বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়