যশোর ঝিকরগাছায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ ইউপি সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আগের সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পরের সংবাদ

পাইকগাছায় কৃষকদের জীবনমান উন্নয়ণ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২০, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ

পাইকগাছায় জলবায়ু প্রভাব মোকাবিলায় কৃষকদের জীবনমান উন্নয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেচ প্রকল্প কর্তৃক আয়োজিত ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রোজেক্ট ডিরেক্টর বি সি আর এল ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। প্রধান অতিথি ছিলেন,উপ-পরিচালক খুলনা কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন,কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোমিজ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সমবায় অফিসার হুমায়ুন কবির, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সাংবাদিক বৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়