সরকারি চার প্রতিষ্ঠানপ্রধানের নিয়োগ বাতিল

আগের সংবাদ

ক্ষমতায় থেকে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাসিনা : প্রধান উপদেষ্টা

পরের সংবাদ

এইচএসসি পরীক্ষা-২০২৪ এ অটোপাশের দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ , ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৭, ২০২৪ , ৯:৪৮ অপরাহ্ণ

যশোরে এইচএসসি পরীক্ষার্থী-২০২৪ সালের শিক্ষার্থীরা অটোপাশের দাবিতে মানববন্ধন করেছে। শনিবার (১৭ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরের শিক্ষার্থীরা মানববন্ধন করে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, প্রধান সমস্যার বিষয়টি হলো, এইচএসসি ও সমমানের পরীক্ষার বেশকিছু প্রশ্ন ও উত্তরপত্র সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়। এক সূত্রে জানা যায় যে, ঢাকা শহরের ১৮ থানার এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান ২য় পত্রের উত্তরপত্র আগুনে পুড়ে যায়। এছাড়াও ভাঙচুর ও লুটপাট হয় ৬০ টি থানায় যার সবগুলোতেই প্রশ্নপত্র রাখা ছিল। পাশাপাশি পুড়ে যায় আগত বেশ কিছু বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকা বোর্ডের বেশ কিছু শিক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উত্তরপত্রের ছবি। একই সময়ে ফাঁস হয়েছে রসায়ন ২য় পত্রের প্রশ্ন।

আবার, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান স্বৈরাচারি সরকারের সহিংসতার কারণে মাঝামাঝি পর্যায়ে বন্ধ হয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশাসনিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার এখন বেহাল দশা, যা বলতে গেলে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এর বাইরে চলে গিয়েছে। এমতাবস্থায়, স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় নতুন রুটিনে আয়োজন করা ভিত্তিহীন। কেননা, ইতোপূর্বে আয়োজিত পরীক্ষাসমূহের উত্তরপত্রের সঠিক অবস্থা এখনও নিশ্চিতভাবে ব্যক্ত করতে ব্যর্থ আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড।

এখানেই শেষ না। স্থগিত পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বলে জানিয়েছে আন্ত: শিক্ষা সমন্বয় বোর্ড। কাজেই জুন মাসের ৩০ তারিখ থেকে শুরু হওয়া পরীক্ষা এখন থেকে আরও এক মাস বা ২০ দিন পর শুরু করে ব্যবহারিক পরীক্ষাসহ শেষ হতে হতে খুব সম্ভবত সব মিলিয়ে আরও প্রায় ২ মাস পেরিয়ে যাবে। ৩ থেকে ৪ মাস কালক্ষেপণ করে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের যৌক্তিকতা কতদূর? অত:পর ফলাফল প্রণয়নের প্রয়োজনীয় সময় না হয় বাদই দিলাম। এবার আসি আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং পরীক্ষায় বসার ক্ষেত্রে তাদের মানসিক প্রস্তুতি নেই।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী লাখো শিক্ষার্থী দেশের ক্রান্তিলগ্নে নতুন জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার কাজে নাওয়া খাওয়া ভুলে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে দীর্ঘ ২২-২৫ দিন যাবৎ এরা পড়াশোনা কিংবা ব্যক্তিগত জীবনে সময় দেওয়ার ফুরসতটুকু পায়নি। দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে গিয়েছে বহু পরীক্ষার্থী। পাশাপাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসীবাদী সরকারের পতনের লক্ষ্যে যোগ দিয়ে শহিদ হয়েছে বহু পরীক্ষার্থী। আহত হয়েছে অগণিত। কারাগারে গিয়েছে অজস্র পরীক্ষার্থী।

এমতাবস্থায় শিক্ষার্থীরা কোনোভাবেই একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, তাও আবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসার জন্য মানসিকভাবে প্রস্তুত নেই। তাই মানসিক দিক বিবেচনায় দেশব্যাপী শিক্ষার্থীদের অটো পাশের দাবি যৌক্তিক ও সময়োপযোগী।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সানি দেওয়ান, বাধন হোসেন, এস এম আলামিন, রাফি হোসেন, হৃদয় হোসেন ও শোভা খাতুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়