আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ২

আগের সংবাদ

খুলনা মহানগর ও জেলা আ. লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরের সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

স্লোগানে স্লোগানে উত্তল গোটা যশোর শহর

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ , ২:২১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৪, ২০২৪ , ২:২১ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগানে স্লোগানে উত্তাল যশোর। মিছিলে এক দফা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। রোববার দুপুর সাড়ে ১২ দিকে বিশাল এ মিছিলে প্রায় পনোরো সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা চাঁচড়া চেকপোস্টমোড়ে সমবেত হতে থাকে। এখানে গণজোয়ার সৃষ্টি হলে এক পর্যায়ে দুপুর ১২টায় বিশাল মিছিলটি শহরের দিকে অগ্রসর হতে থাকে।

সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি ঈদগাহ মোড় হয়ে এমএম আলী রোড দিয়ে চিত্রামোড়ের দিকে চলে যায়। আধাঘন্টার বেশি সময় ধরে মিছিলটি ঈদগাহ মোড় অতিক্রম করে।

সড়কে অনেকের ধারণা মিছিলে প্রায় পনেরো সহস্রাধিকের বেশি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। মিছিলের স্লোগানে সবার এক দফা দাবি ছিল সরকারের অবিলম্বে পদত্যাগ।

এ মিছিলে পুলিশের বাধা দিতে দেখা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়