প্রশাসনের সঙ্গে বৈঠক থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ইবি শিক্ষার্থীদের

আগের সংবাদ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের

পরের সংবাদ

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, কয়েকজন হেফাজতে

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪ , ৮:৫০ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৯, ২০২৪ , ৮:৫০ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সোমবার যশোর শহরে বিক্ষোভ করেছে । এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাথর ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক ডিবি হেফাজতে থাকা ও তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায়ের অভিযোগ তুলে এদিন বিক্ষোভের ডাক দেয়া হয় । যশোরে এ কর্মসূচিতে দুপুর ২টার পর থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তারা শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে অবস্থান নিতে থাকে।

এতে বিভিন্ন স্থান থেকে যোগ দেয় শিক্ষার্থীরা । এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে যায় । তারা শহরের ঈদগাহমোড়, হযরত গরীব শাহমোড়, ফাতেমা হাসপাতালমোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে তল্লাশি চৌকি বসায়। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করে পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে হেফাজতে নেয়। তাদের অনেকের বইয়ের ব্যাগের মধ্য থেকে পাথর উদ্ধার হয়। যদিও এ বিষয়টি সন্ধ্যা ৭টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোন পক্ষ স্বীকার করেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়