রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও হল খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আগের সংবাদ

পাইকগাছায় কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন স্থানে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পরের সংবাদ

শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকবে বেরোবি- ভিসি হাসিবুর রশীদ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ , ৭:১৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৮, ২০২৪ , ৭:১৯ অপরাহ্ণ

কোটা সংস্কারের আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

বুধবার (১৭ জুলাই) দেয়া এক শোক বার্তায় তিনি শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বলে জানান তিনি।

শোক বার্তায় উপাচার্য বলেন, সম্ভাবনাময়ী উদীয়মান এমন একজন তরুণের নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আবু সাঈদের মৃত্যুতে তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা আর কোনো দিন পূরণ সম্ভব নয়। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারের পাশে থাকবো।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়