ইসরায়েলের ৭২ শতাংশ মানুষ নেতানিয়াহুর পদত্যাগ চান

আগের সংবাদ

নির্বাচনী সমাবেশে হামলা, গুলিতে রক্তাক্ত ট্রাম্প, নিহত ২

পরের সংবাদ

কোপার ফাইনাল মাতাবেন শাকিরা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪ , ৬:২৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৪, ২০২৪ , ৬:২৮ অপরাহ্ণ

রূপান্তর প্রতিবেদক

 

কলম্বিয়ান গায়িকা শাকিরা। দুনিয়াব্যাপী রয়েছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। এবার কোপার ফাইনালে স্টেজ মাতাবেন তিনি। আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে পারফরম করবেন তিনি।

লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকার জমজমাট ইতি টানার লক্ষ্যে মাঠে উপস্থিত দর্শকদের জন্য শাকিরার গানের আয়োজন করেছে তারা। ম্যাচের মাঝবিরতিতে ২০ মিনিট গান গাইবেন কলম্বিয়ার এই তারকাশিল্পী। এর জন্য তাকে মোটা অঙ্কের অর্থ দিতে হচ্ছে।

শুধু শাকিরা নন ফাইনালে পারফরম করতে দেখা যাবে মার্কিন র‍্যাপার কার্ডি বিকেও। স্প্যানিশ গণমাধ্যম মার্কার তথ্য মতে, ২০ মিনিটের জন্য শাকিরা পারিশ্রমিক নেবেন ২ মিলিয়ন ডলার।

আর্জেন্টিনা ও কলম্বিয়া ফাইনাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়