কোটা আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশল করছে : মির্জা আব্বাস

আগের সংবাদ

বেনাপোলে মাদকসহ আটক ২

পরের সংবাদ

প্রতিনিযত বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

দাম বাড়ল পেঁয়াজের

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪ , ৮:৩৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৩, ২০২৪ , ৮:৩৬ অপরাহ্ণ

রূপান্তর প্রতিবেদক

প্রতিনিযত বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। গত মাসে যে পেঁয়াজের কেজি ছিল ৭৫-৮০ টাকা তা আজ ১২০ টাকায় উঠেছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায় এ চিত্র।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে বাজারে পেঁয়াজের দাম ৪০-৫০ শতাংশ বেড়েছে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দাম অনেক দিন ধরেই ১০০ টাকার ওপরে রয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিদেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বলছে, দেশে তিন মাস ধরে ১০ শতাংশের ওপর রয়েছে খাদ্য মূল্যস্ফীতি। সর্বশেষ গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ। বর্তমানে বাজারে বেশির ভাগ নিত্যপণ্যের দাম উচ্চ মূল্যে স্থির হয়ে আছে। এমন পরিস্থিতিতে নতুন করে বেড়েছে চালের দাম।

গত দুই সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চিকন ও মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আর বাসমতী চালের দাম বেড়েছে কেজিতে ৬ টাকারো বেশি।

ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদের পর থেকেই বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী। আর ধানের দাম বাড়ায় চালের দাম বাড়িয়েছেন চালকলের মালিকেরা। বাজারে এখনো কাঁচা মরিচের দামও বেশ চড়া। বিক্রেতারা জানান, চলতি বছরের এপ্রিলে দেশে তীব্র তাপপ্রবাহের কারণে মরিচগাছ নষ্ট হয়ে যায়।

এতে স্থানীয়ভাবে সরবরাহে ঘাটতি দেখা দেয় এবং দাম বাড়তে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়