সাতক্ষীরা কালিগঞ্জে সরকারি খাস জমি কিনে ভূমিহীনদের গৃহ নির্মাণ

আগের সংবাদ

প্রধান শিক্ষক গোপাল গাইনের বিরুদ্ধে সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ এর পাঁয়তারা পন্ড

পরের সংবাদ

অবশেষে দখলমুক্ত করা হলো উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক মোকাম

ভ্রাম্যমান আদালতের অভিযানে ধান চত্ত্বর থেকে অবৈধ দখলদার উচ্ছেদ

প্রকাশিত: জুলাই ১০, ২০২৪ , ৯:১১ অপরাহ্ণ আপডেট: জুলাই ১০, ২০২৪ , ৯:১১ অপরাহ্ণ

রূপান্তর প্রতিনিধি, পাইকগাছা

 

অবশেষে দখলমুক্ত করা হলো উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক মোকাম কপিলমুনির ধানহাটের অবৈধ দখলদারদের। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে দীর্ঘ দিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

জানা গেছে, ঐতিহ্যবাহী কপিলমুনি হাট-বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গলিসহ ব্যস্ততম জায়গুলো দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে দখল হয়ে গেছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় দখল উচ্ছেদে উদ্যোগ নিলেও কতিপয় চক্রের হস্তক্ষেপে বরাবরই সেসব উদ্যোগ ভেস্তে যায়। উপজেলার প্রশাসনের উদ্যোগে সাময়ীক দখলমুক্ত হলেও দু’এক দিনের মধ্যেই কতিপয় চক্রের সহায়তায় অবৈধ দখলদাররা ফের এসব জায়গা দখল নিয়ে নেয়।

তবুও থেকে নেই প্রশাসনের উদ্যোগ, তারই ধারাবাহিকতায় শহিদুল ইসলামসহ ৩ জন ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও কাঁচামাল ব্যবসায়ী শুভ্রনাথ কে ৫ শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কপিলমুনি ধান্যচত্বরের জায়গা উন্মক্ত করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য কপিলমুনি কাঁকড়া পট্রিতে অবস্থিত কপিলমুনি হোটেল, মামা ভাগ্নে হোটেল ও মুসলিম হোটেল কতৃপক্ষের প্রাথমিকভাবে সর্তক করা হয়।

উক্ত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় কুন্ডুসহ সর্ঙ্গীয় ফোর্স, কপিলমুনি ভূমি অফিসের তহশীলদার কামাল হোসেন, ভ্রাম্যমাণ আদালতের পেসকার মোঃ জিয়াদুল্লা, পাইকগাছা উপজেলা সার্ভেয়ার কওছার আহমেদ, ভূমি অফিস সহকারী নাজমুল হোসেন লিথুসহ স্থানীয় বাজার ব্যবসায়ীবৃন।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়