শিক্ষার্থীদের আইডি কার্ডে মেয়াদ না রাখার সিদ্ধান্ত নোবিপ্রবির

আগের সংবাদ

ইবিতে র‍্যাগিংয়ের ঘটানায় সাগর-কাফি-উজ্জলকে বহিষ্কার, মাসুমকে সতর্কবার্তা

পরের সংবাদ

কুবি শিক্ষার্থীদের ফিলিস্তিনের সমর্থনে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: জুন ২, ২০২৪ , ৪:৪০ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৪ , ৪:৪০ অপরাহ্ণ

ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রবিবার (২ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করে এবং শেষে প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ জানায় তারা।

এসময় শিক্ষার্থীরা ওয়ান টু থ্রি ফোর অকুপেশন নো মোর, টু স্টেট সল্যুশন মানি না মানবো না, নো ইউএন নো টু স্টেট , ফ্রম দ্যা রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি,ওয়ান উম্মাহ ওয়ান বডি ওয়ান আর্মি ওয়ান ল্যান্ড, রিমুভ ইসরায়েল ফ্রম দ্যা ওয়ার্ল্ড ম্যাপ, রাইজ এগেইন অলিভ ট্রি প্যালেস্টাইন উইল বি ফ্রি বলে স্লোগান দিতে থাকে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আজ হৃদয়ে রক্তক্ষরণ হয়। যখন দেখি একজন ফিলিস্তিনি পিতা তার মস্তকহীন সন্তানের লাশ নিয়ে আর্তনাদ করে৷ আমরা তাদের পক্ষে যুদ্ধ করতে পারবো না কিন্তু দোয়া করতে পারবো। বর্তমানে ফিলিস্তিনের উপর ইসরায়েল অমানবিক অত্যাচার, নির্যাতন করছে, গণহত্যা করছে।

কিন্তু অনেক ক্ষমতাবান রাষ্ট্র নিজেদের জায়গা থেকে কিছু করছে না। আমরা চাইবো যাদের ক্ষমতা আছে তারা যেন এগিয়ে আসে। আমরা তাদেরকে ঐভাবে সাহায্য করতে পারবো না৷ কিন্তু সোস্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বার্তা দিতে পারবো আমরা তাদের পক্ষে রয়েছি। কিছুদিন আগে ১৪৫ টা দেশ স্বীকৃতি দেওয়ার পরও ইহুদিরা ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, গণহত্যা চালিয়েছে।

এখন আমরা বিভিন্ন কলাম লিখে, সোশাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে পারি। এখন আমাদের জায়গা থেকে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। বিভিন্নভাবে সমর্থন করছি। সেটা হোক সোশাল মিডিয়া কিংবা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়