সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সুষ্ঠু বিচার ও মুল পরিকল্পনাকারীদে আটক ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২৫ মে) সকালে কালীগঞ্জে নিহত সংসদ সদস্য’র বাসভবনের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে।
এতে স্থানীয় আওয়ামী নেতা মোস্তাফিজুর রহমান বিজু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ঠান্টু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেসময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার মুল পরিকল্পনাকারী যুক্তরাস্ট্রে অবস্থান করছে। তাকে দেশে এনে দৃষ্টান্তমুলক শাস্তির পাশাপাশি হত্যার সাথে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনার দাবী জানান।
গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬ জন গ্রেফতার হলেও মুল পরিকল্পনা কারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাস্ট্রে পলাতক রয়েছে। আর হত্যা নিশ্চিত হওয়ার ৩ দিন পেরিয়ে গেলেও তার লাশের কোন সন্ধান পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।