কালীগঞ্জে এমপি হত্যায় অবস্থান কর্মসূচী করলো নেতাকর্মীরা

আগের সংবাদ

দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, ৭ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

পরের সংবাদ

উপজেলা নির্বাচনকে সুষ্ঠু ,শান্তিপূর্ণ ,গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা আ: লীগের জরুরি সভা

প্রকাশিত: মে ২৫, ২০২৪ , ২:০৭ অপরাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৪ , ২:০৭ অপরাহ্ণ

পাবনা সদর উপজেলা নির্বাচনকে সুষ্ঠু ,শান্তিপূর্ণ ,গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ভাইস-চেয়ারম্যান প্রার্থী , মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদর উপজেলায় অবস্থানরত নেতৃবৃন্দদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ সভা।

সভায় দু এক জন ব্যতীত অধিকাংশ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরাই উপস্থিত ছিলেন।

সভায় মুল আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচনে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রেখে কাজ করতে হবে।

সেই সাথে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়