ঢাকায় ১০ তলা ভবন থেকে পড়ে নিহত ২

আগের সংবাদ

উত্তরা, উত্তরখান, দক্ষিণখান শনিবার ১৫ ঘণ্টা গ্যাস কম থাকবে

পরের সংবাদ

বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে ঘুড়ি উৎসব

প্রকাশিত: মে ১৭, ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ আপডেট: মে ১৭, ২০২৪ , ৫:৫৫ অপরাহ্ণ

আবহমান গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঘুড়ি উৎসব। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে স্থাপত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকার অনেকে এই উৎসবে অংশগ্রহণ করেন। ভ্যাপসা গরম উপেক্ষা করে সবাই মেতে উঠেছিলেন ঘুড়ি উৎসবে।প্রতিযোগীরা বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিলো মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ইনশিরা ইশতাক বলেন, “ঘুড়ি ওড়ানোর প্রতি মানুষের যে এখনো এতো টান আছে তা এই উৎসবে না আসলে বুঝতে পারতাম না”।

এ বিষয়ে ঘুড়ি উৎসব আয়োজনের অন্যতম সদস্য রাকিন আজমাইন, স্থাপত্য বিভাগের আয়োজনে ৩য় বারের মত এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত পহেলা বৈশাখ উপলক্ষে এই আয়োজন । কিন্তু এবছর প্রচন্ড গরম থাকায় আজকের এই দিনে ঘুড়ি উৎসবটি আয়োজিত। আমরা এতে আশানুরূপ সাড়া পেয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়