‘সম্ভবত’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল

আগের সংবাদ

অনুমোদন পেলো ইবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

পরের সংবাদ

বিটিভি জাতীয় টেলিভিশন বিতর্কে প্রথম রাউন্ডে

বিজয়ী নোবিপ্রবির ভাষা শহিদ আব্দুস সালাম হল

প্রকাশিত: মে ১১, ২০২৪ , ১০:৫৫ পূর্বাহ্ণ আপডেট: মে ১১, ২০২৪ , ১০:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত  জাতীয় টেলিভিশন  বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হলকে হারিয়ে ১ম রাউন্ডে বিজয়ী হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরন ( নোবিপ্রবি)   ভাষা শহীদ  আব্দুস  সালাম হলের বিতার্কিক দল।

১০ ই মে ( শুক্রবার)  ঢাকার  রামপুরায় বিটিভি কেন্দ্রে আয়োজিত জাতীয় টেলিভিশন  বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হল বনাম  নোবিপ্রবির  ভাষা শহীদ  আব্দুস  সালাম হলের মধ্যকার প্রথম রাউন্ডের বিতর্কের ভাষা শহীদ  আব্দুস  সালাম হল বিতার্কিক   দল বিজয়ী হয়। বিতর্কের শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ভাষা শহীদ আব্দুস  সালাম হলের বিতার্কিক দলের দলনেতা তুর্জয় চৌধুরী ।

” ভাইরাল হওয়ার প্রবণতার কারণেই আমাদের শিল্প – সংস্কৃতি আজ মানহীন হয়ে পড়েছে ” মোশনে বিতর্কে ভাষা শহীদ  আব্দুস  সালাম হলের বিতার্কিক দলের হয়ে বিতর্ক করেন নোবিপ্রবির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী  নাজমুল ইসলাম,  তুর্জয় চৌধুরী, মাহমুদুল হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়