কুবিতে অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আগের সংবাদ

ব্রেইন ক্যান্সার কেড়ে নিল ইবি অধ্যাপকের প্রাণ

পরের সংবাদ

ইবির শেখ রাসেল হলে প্রভোস্ট হিসেবে ড. মুর্শিদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: মে ৪, ২০২৪ , ৬:০৮ অপরাহ্ণ আপডেট: মে ৪, ২০২৪ , ৬:০৮ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় হল প্রভোস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সদ্যবিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ।
অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, আমাকে শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হলের সার্বিক পরিবেশ যেনো সুষ্ঠু-সুন্দর থাকে সে বিষয়ে নজর রাখবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী ১ বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়