দুই বাংলায় জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া আহসান। স্বাভাবিকভাবেই এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলী তার অনুরাগীরা। ১৯৯৮ সালে জমিদার পরিবারের ছেলে খ্যাতনামা মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিয়ে হয় জয়ার। তখন জয়া মাসুদ থেকে হয়ে ওঠেন জয়া আহসান। ১৩ বছর সংসার করার পরে ২০১১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউই মুখ খোলেননি তারা। সম্প্রতি গণমাধ্যমে প্রেম ও বিয়ে প্রসঙ্গে মুখ খুলেন তিনি। এবার জানা গেলো মা হচ্ছেন জয়া আহসান।
তবে বাস্তবে নন, সিনেমা জগতে প্রথমবারের মত মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। হিন্দি ভাষার সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। এর পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ দশ বছর পর এবার নির্মাণ করতে যাচ্ছেন বাংলা সিনেমা, নাম ‘ডিয়ার মা’। আগামী মে মাস থেকেই শুরু হবে এর শুটিং।
তিনি বর্তমানে সিনেমাটির কর্মশালায় আছেন জয়া। বললেন, ‘টনিদা তো তার ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। আমাদের এই ছবি নিয়ে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।