পহেলা বৈশাখ বাঙ্গালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ -ভূমিমন্ত্রী

আগের সংবাদ

কপিলমুনিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে র‍্যালিসহ পান্তা আসর 

পরের সংবাদ

পান্তা ইলিশ না থাকায় উপস্থিতিদের সমালোচনা

বাঘারপাড়ায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপিত

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৪, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ

যশোরের বাঘারপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদের মধ্যে এসে শেষ হয়।

র‌্যালি শেষে পরিষদ মঞ্চে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রায় বাংলার আবহমান কালের ঐতিহ্য বিভিন্ন ধরনের পশু ,পাখি, ফুল এর অঙ্কিত ছবি এবং বাঙালি ঐতিহ্যের বিভিন্ন উপকরণ গ্রাম বাংলার উপকরণ প্রদর্শন করা হয়।

বাঘারপাড়া শিল্পকলা একাডেমির শিল্পী পলাশ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক হাসান আলী বিশ^াস, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, এ্যাসিল্যান্ড তামান্না ফেরদাউস, খাদ্য অধিদপ্তর অফিসার নাজমা খানুম, ওসি শাহাদাত হোসেন, সমাজ সেবা অফিসার আশরাফুল আলম, মধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মামুন আল আজাদ, মুন্সি বাহার উদ্দীন বাহার, কৃষি বীদ এনায়েত হোসেন লিটন প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে সকল পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে প্যাকেট খাবার পরিবেশন করা হয়।

এদিন পান্তা ইলিশ না থাকায় সকল উপস্থিতিদের মাঝে সমালোচনার ঝড় ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়