যশোরে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

আগের সংবাদ

ঝিনাইদহে শত বছরের ভাসমান কবরের সন্ধান যা এখনও অক্ষত

পরের সংবাদ

যশোরসহ সারাদেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪ , ৩:০০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৪, ২০২৪ , ৩:২৯ অপরাহ্ণ

অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা নববর্ষ বরণে রাজধানীর মতোই বিভিন্ন জেলাতেও ছিলো বর্ণাঢ্য আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি-

যশোর

যশোরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ বরণ করা হয়েছে। সকাল ৯টার দিকে শহরের টাউন হল ময়দানে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশ নেয়। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়।

এর আগে সকাল ৬টা ৩১ মিনিটে যশোর পৌর পার্কে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের শিল্পীরা গান, নাচ, আবৃত্তি পরিনেশনের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করেছে। একই সময়ে মুসলিম একাডেমি মাঠে বর্ষবরণ অনুষ্ঠান করেছে পুনশ্চ যশোর। সংগঠনের শিল্পীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। এছাড়াও সুরবিতান, চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচিতে নববর্ষ উদযাপন হচ্ছে।

সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের জন্য পান্তা-রুই উৎসবের আয়োজন করা হয়।

oplus_0

বেনাপোল

অসাম্প্রদায়িক বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে যশোরের শার্শা উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হয়েছে। শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে সকাল ১০ টার সময় র‍্যালী ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের যাত্রা শুরু হয়ে উপজেলা চত্তরে শেষ হয় । এ সময় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, ইউএনও নয়ন কুমার রাজবংশী, শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহাসহ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী বৈশাখী অনুষ্ঠানে যোগ দেয়। উৎসবে মাতে শিশু-কিশোরসহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। শেষে পান্তা-ইলিশের পাশাপাশি বিভিন্ন ভর্তা দিয়ে পান্তাসহ বিভিন্ন দেশীয় মুখরোচক খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নড়াইল

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করল নড়াইলবাসী।

জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ শুরু হয়। পরে সকাল ৮টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

পরে ঐ স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ঢাক, ঢোল, কাসর বাজিয়ে বিভিন্ন প্লেকার্ডে সজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি চত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাড়িভাঙ্গা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ

সারদেশে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছেপহেলা বৈশাখ ১৪৩১ সে উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপীসাংস্কিৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ অনুষ্ঠানেরউদ্বোধন করেন।

সেই সাথে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে দিনব্যাপী আয়োজন করা হয়েছে লোকজমেলা।স্টলে স্টলে বাহারি খাবার পোশাক ও মাটির তৈরি খেলনা শোভা পাচ্ছে।এছাড়ও পহেলাবৈশাখ উপলক্ষে ব্যাক্তি উদ্যোগে কেউ আবার আয়োজন করেছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলার-যা দেখতে শতাধিক জনতার ভীড়।

সাতক্ষীরা

সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে ভেষজ উদ্যান থেকে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মঙ্গল শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

একইভাবে সাতক্ষীরার কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা, তালাসহ সব উপজেলার গ্রামে পাড়ায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়