মুরগীর বাক্সে বিদেশি মদ, যশোরে কারবারি আটক

আগের সংবাদ

হরিণাকুণ্ডুতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

পরের সংবাদ

বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪ , ১০:৪৪ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১১, ২০২৪ , ১০:৪৬ অপরাহ্ণ

জেলার মনিরামপুরে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে লাশ হয়ে ফিরেছেন রাকিবুল ইসলাম রাব্বি (২২)। তিনি একজন সেনা সদস্য।

বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে যশোর-চুকনগর সড়কের বেগারিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অপর মোটরসাইকেলে থাকা এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ায় আহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

নিহত রাকিবুল ইসলাম কুয়াদা বাজার এলাকার সাবেক সেনা সদস্য সোহরাব হোসেনের ছেলে।

বেগারিতলা বাজারের ব্যবসায়ী মাসুদ কামাল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগারিতলা বাজারের উত্তরমাথার অদূরে একটি পালসার মোটরসাইকেল রাস্তা অতিক্রম করছিল। ওই মোটরসাইকেলে চালকসহ এক নারী আরোহী ছিলেন। এ সময় কুয়াদা বাজারের দিক থেকে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে এসে রাস্তা পার হওয়া মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই মোটরসাইকেলে থাকা তিন জন রাস্তার ওপর ছিটকে পড়েন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাকিবুলের মৃত্যু হয়।

রাকিবুলের প্রতিবেশী শামিম হোসেন বলেন, আড়াই থেকে তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন রাকিবুল। তিনি সর্বশেষ রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। ৫ দিনের ছুটিতে গতকাল বুধবার গ্রামের বাড়িতে আসেন। আজ ঈদের দিন বিকেলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল মারা গেছেন।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মল্লিক বলেন, সন্ধ্যায় বেগারিতলা বাজারে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটো মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। আমরা পৌঁছানোর আগে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এসআই প্রসেনজিৎ আরো বলেন, হাসপাতালে নেওয়ার পর রাকিবুল নামে একজন মারা গেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়