পোস্ট অফিস পাড়া নাগরিক কল্যাণ সংস্থা উদ্যোগে
পোস্ট অফিস পাড়া নাগরিক কল্যাণ সংস্থা উদ্যোগে যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের সকল মসজিদের ঈমাম মোয়াজ্জেম ও খাদেমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে যশোর রেল স্টেশন এলাকার জামেয়া এজাজিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, বিশিষ্ট সমাজ সেবক সংস্থার উপদেষ্টা ৬নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা হাজী আলমগীর কবির সুমন, সংস্থার সাধারণ সম্পাদক মো. ফিরোজ কবির, সহ-সভাপতি এ্যাড. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম নুরু, আরশেদ আলী, সবুর মোল্লা, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মুক্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।