রান্নার জন্য বাড়ির গ্যাসের চুলা জালাতে গিয়ে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হওয়া কল্যাণী মন্ডল (৪৭)। ৩দিন চিকিৎসার পরে গত মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার দুপুরে সাতক্ষীরা সদরের ধুলিহর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে গত ৩১মার্চ দুপুরে সাতক্ষীরা শহরের পুরতন সাতক্ষীরা এলাকায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বুধবার সকাল ৯টায় কল্যাণী মন্ডলের লাশ তার পুরাতন সাতক্ষীরার বাড়িতে আনা হলে জেলা মন্দির সমিতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জয়মাহপ্রভু সেবক সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন কল্যাণী মন্ডল গণ ও পুর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী পুরাতন সাতক্ষীরার গুণীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কল্যানীর জামাতা বিশ্বজিৎ মন্ডল পরিবারের বরাত দিয়ে জানান, গত ৩১ মার্চ রবিবার দুপুরে কল্যানী তার শ্বাশুড়ি পুরাতন সাতক্ষীরার নিজ বাড়িতে চুলা ধরাতে যেয়ে সিলিন্ডারের মুখ থেকে নিগত গ্যাসে আগুণ লেগে দগ্ধ হন। পরে তাকে রক্ষ্যায় এাগিয়ে এলে একে একে তার বেহান কাকলি সরদার, গৃহপরিচারিকা দেবলা দেবনাথ ও স্বামী গুণীন্দ্রনাথ মন্ডল দগ্ধ হন। মারাত্মক জখম প্রথমাক্ত তিনজনকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী মন্ডল ও দেবলা দেবনাথকে খুলনা মেডিকলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর তিনটার দিকে শ্বাশুড়ি কল্যাণী মারা যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।