উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনারের নির্দেশ

আগের সংবাদ

জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন ট্রাম্প

পরের সংবাদ

যশোরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ৪:২৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ৪:২৭ অপরাহ্ণ

যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি (৯)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু জোনাকি বেনাপোল থেকে গত ৭দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর গত সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, শিশুটির সৎমা কোহিনুর বেগম তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুকুরে মরদেহ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

এপ্রিল ০২, ২০২৪, at ১৬:২৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়